ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) ‘ক্লিন টয়লেট পিকচার চ্যালেঞ্জ’ উদ্যোগের সময়সীমা চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত বৃদ্ধি করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো জাতীয় মহাসড়কের পাশে অবস্থিত শৌচাগারগুলিতে পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করা।
সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, জাতীয় মহাসড়ক ব্যবহারকারীদের শেয়ার করা পরিষ্কার শৌচাগারের ছবি প্রতিদিন মূল্যায়ন করা হবে। ছবি যাচাই করার পাঁচ দিনের মধ্যে যানবাহনের ফাস্ট্যাগে অতিরিক্ত রিচার্জ পুরস্কার হিসেবে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বরে (VRN) জমা করা হবে।
রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপ্লিকেশনে অপরিষ্কার শৌচাগারের ছবি আপলোড করা যাবে।