মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 25, 2025 9:46 PM

printer

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা NMCG, রিভার সিটিজ অ্যালায়েন্স RCA-এর আওতায় বার্ষিক মাস্টার প্ল্যান অনুমোদন করেছে, যাতে সারা বছর ধরে গৃহীত পদক্ষেপগুলির একটি রোডম্যাপ তৈরি করা যায়। 

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা NMCG, রিভার সিটিজ অ্যালায়েন্স RCA-এর আওতায় বার্ষিক মাস্টার প্ল্যান অনুমোদন করেছে, যাতে সারা বছর ধরে গৃহীত পদক্ষেপগুলির একটি রোডম্যাপ তৈরি করা যায়। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের মতের ফলে ভারতের বর্ধিত শহরাঞ্চলগুলির মধ্যে নদীকেন্দ্রিক নগর পরিকল্পনাকে সংবদ্ধ করবে। মন্ত্রক জানিয়েছে, যে রাজ্য জুড়ে নদীকেন্দ্রিক মাস্টার প্ল্যানিং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের মাধ্যমে নগর মাস্টার প্ল্যানের মধ্যে নদী বিবেচনার প্রচারও এই বছর গুরুত্ব দেওয়া হবে। নদীকেন্দ্রিক নগর-পরিকল্পনা প্রণয়নে সহায়তা করার জন্য, NMCG প্রশিক্ষণ পরিচালনা করবে। এর মধ্যে বিশেষভাবে তামিলনাড়ুর RCA শহরগুলির জন্য অনবোর্ডিং প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকবেএবং অন্যান্য রাজ্যগুলির জন্য আরও অধিবেশনের পরিকল্পনা করা হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন