January 18, 2026 9:57 AM

printer

ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চলতি মাসের ২১ ও ২৪ তারিখের মধ্যে বি.ই. বা বি.টেকের প্রথম পত্রে অংশগ্রহণকারী প্রার্থীরা এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.nic.in-এ গিয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 

পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, আর বিকেলের শিফট চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এনটিএ আরও জানিয়েছে যে, এই মাসের ২৮ এবং ২৯ তারিখে বি.ই. বা বি.টেকের প্রথম পত্র, বি.আর্কের দ্বিতীয় পত্র এবং বি.প্ল্যানিংয়ের দ্বিতীয় পত্রে অংশগ্রহণকারী প্রার্থীদের অ্যাডমিট কার্ড  শীঘ্রই প্রকাশ করা হবে।