মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 11, 2025 9:58 PM

printer

নেপাল উদ্ভূত পরিস্হিতি প্রসমনে রাজনৈতিক দল সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের ১২ জন প্রাক্তন চেয়ারপার্সন সহ ছাত্র নেতারা জানিয়েছেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জেন জি-র দাবি পূরণ করা যেতে পারে।

নেপাল উদ্ভূত পরিস্হিতি প্রসমনে রাজনৈতিক দল সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের ১২ জন প্রাক্তন চেয়ারপার্সন সহ ছাত্র নেতারা জানিয়েছেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জেন জি-র দাবি পূরণ করা যেতে পারে। এক যৌথ প্রেস বিবৃতিতে তারা সংসদীয় রীতি মেনে সরকার গঠনের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রাজনৈতিক আলাপ-আলোচনা এবং সহমতের ওপর ভিত্তি করেই দেশের অগ্রগতি, সংবিধানের সংশোধন এবং উত্তেজিত তরুণ প্রজন্মের দাবি মেটানো সম্ভব বলে তারা আশা প্রকাশ করেছেন। সরকারি-বেসরকারী সম্পত্তি রক্ষার পাশাপাশি জেল ভেঙে পালানো বন্দিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা।

এদিকে, কাঠমান্ডু, ভক্তপুর এবং ললিতপুর জেলায় আগামীকাল সকাল ৬-টা পর্যন্ত কার্ফু জারি থাকছে। এর সঙ্গেই পূর্ব নেপালের সীমান্তবর্তী জেলা শঙ্খু ওয়াসাভাতেও কার্ফু জারি করা হয়েছে। এই সময়কালে যেকোনরকম মিটিং, মিছিল প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ থাকছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।