নেপাল উদ্ভূত পরিস্হিতি প্রসমনে রাজনৈতিক দল সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের ১২ জন প্রাক্তন চেয়ারপার্সন সহ ছাত্র নেতারা জানিয়েছেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জেন জি-র দাবি পূরণ করা যেতে পারে। এক যৌথ প্রেস বিবৃতিতে তারা সংসদীয় রীতি মেনে সরকার গঠনের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রাজনৈতিক আলাপ-আলোচনা এবং সহমতের ওপর ভিত্তি করেই দেশের অগ্রগতি, সংবিধানের সংশোধন এবং উত্তেজিত তরুণ প্রজন্মের দাবি মেটানো সম্ভব বলে তারা আশা প্রকাশ করেছেন। সরকারি-বেসরকারী সম্পত্তি রক্ষার পাশাপাশি জেল ভেঙে পালানো বন্দিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা।
এদিকে, কাঠমান্ডু, ভক্তপুর এবং ললিতপুর জেলায় আগামীকাল সকাল ৬-টা পর্যন্ত কার্ফু জারি থাকছে। এর সঙ্গেই পূর্ব নেপালের সীমান্তবর্তী জেলা শঙ্খু ওয়াসাভাতেও কার্ফু জারি করা হয়েছে। এই সময়কালে যেকোনরকম মিটিং, মিছিল প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ থাকছে।