নেপালে মহাগৌড়া পরব উদযাপন চলছে, চারদিন ব্যাপী এই উৎসব রবিবার শেষ হবে। এই উপলক্ষ্যে কাঠমাণ্ডু উপত্যকার তুণ্ডিখেলে একটি মেলার আয়োজন করা হয়েছে। নেপালের পশ্চিম প্রদেশ ও কর্ণালি প্রদেশের কিছু অংশে এই উৎসব পালন করা হয়। ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলেও মহাগৌড়া পরব পালিত হয়ে থাকে। এই উৎসবে শিব ও গৌড়ীকে পুজো করা হয়৷
Site Admin | August 30, 2025 9:47 PM
নেপালে মহাগৌড়া পরব উদযাপন চলছে, চারদিন ব্যাপী এই উৎসব রবিবার শেষ হবে।
