মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 30, 2025 9:47 PM

printer

নেপালে মহাগৌড়া পরব উদযাপন চলছে, চারদিন ব্যাপী এই উৎসব রবিবার শেষ হবে।

নেপালে মহাগৌড়া পরব উদযাপন চলছে, চারদিন ব্যাপী এই উৎসব রবিবার শেষ হবে। এই  উপলক্ষ্যে কাঠমাণ্ডু উপত্যকার তুণ্ডিখেলে একটি মেলার আয়োজন করা হয়েছে। নেপালের পশ্চিম প্রদেশ ও কর্ণালি প্রদেশের কিছু অংশে এই উৎসব পালন করা হয়। ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলেও মহাগৌড়া পরব পালিত হয়ে থাকে। এই উৎসবে শিব ও গৌড়ীকে পুজো করা হয়৷

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।