September 29, 2024 9:44 PM

printer

নেপালে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২

নেপালে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২। নিখোঁজ ৬৪, ৬১ জন আহত। গত রাত্রি পর্যন্ত তিন দিনের ব্যাপক বর্ষণে নেপালের বহু জায়গাতে বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে । এখনো পর্যন্ত ৬৪ জন নিখোঁজ এবং ৬১ জন আহত হয়েছেন। প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কার্যনির্বাহী প্রধানমন্ত্রী প্রকাশ মানসিং অবিলম্বে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও উদ্ধারের ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।