মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 8, 2025 2:24 PM

printer

নেপালের রাসুয়া জেলায় বন্যায় জনজীবন ব্যাহত

নেপালের রাসুয়া জেলার বিভিন্ন স্থানে আটকে পড়া ন’জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নেপাল-চীন সীমান্তের কাছে লেন্দে নদীতে বন্যায় তারা অবরুদ্ধ হয়ে পড়েন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৩৭ জনের মধ্যে ২২ জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বাকি ১৫ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নেপালের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে,   খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে । রাসুয়ায় হেলিকপ্টার উড়তে পারছে না। রাসুয়ার মহাসড়কটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।  লেন্দে নদীর স্রোতে , রাসুয়া জেলার নেপাল ও চীনের মধ্যে সংযোগকারী মিটেরিপুল সেতুটিও ভেসে গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।