July 9, 2025 9:40 AM

printer

নেপালের রসুয়া হড়পা বানে ভেসে যাওয়া ৯ জনের দেহ উদ্ধার হয়েছে।

নেপালের রসুয়া হড়পা বানে ভেসে যাওয়া ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজনের দেহ গতরাতে চিতওয়ান থেকে উদ্ধার করা হয়। নেপাল পুলিশের সদর দপ্তর থেকে দেওয়া সর্বশেষ খবরে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ১৯ জন নিখোঁজ। পুলিসের এ এস আই আধিকারিক লাল বাহাদুর শ্রেষ্ঠার দেহ মিলেছে চিতওয়ানের ১৫ কিলোর কাছে ত্রিশুলী নদীতে। পুলিশের উপ মহানির্দেশক বিনোদ ঘিমিরে জানান, ২ পুলিশকর্মী, ৬ চীনা নাগরিক এবং ১১ জন স্থানীয় নাগরিকের এখনো সন্ধান নেই। উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে। সেনাবাহিনী ১৭ টি এলাকায় নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালাচ্ছে। জলের তড়ে ভেসে গেছে নেপাল-চীন সীমান্ত লাগোয়া মিতেরি সেতু। ক্ষতিগ্রস্ত রসুয়াঘড়ি বাঁধও।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।