নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে। এক সোশাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, নেপালের ঘটনা দুঃখজনক। নেপালে যুব সম্প্রদায়ের জীবনহানিতে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী সেদেশে স্থিতিশীলতা, শান্তি ও প্রগতির ওপর গুরুত্ব আরোপ করেন। শান্তি প্রতিষ্ঠায় নেপালের জনগণকে এগিয়ে আসার আবেদন জানান প্রধানমন্ত্রী।
Site Admin | September 10, 2025 8:26 AM
নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে।
