মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 8, 2025 6:33 PM

printer

নেপালের কাঠমান্ডুর বানেশ্বরে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণাকে ঘিরে আধুনিক প্রজন্ম Gen Z-(জ়েন জি়)-র হিংসাত্মক প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলিচালনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

নেপালের কাঠমান্ডুর বানেশ্বরে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণাকে ঘিরে আধুনিক প্রজন্ম Gen Z-(জ়েন জি়)-র হিংসাত্মক প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলিচালনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভকারীরা সংসদভবনে ঢুকে পড়েন। স্থানীয় প্রশাসন প্রথমে কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট এবং শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা ক্রমশ অগ্নিগর্ভ আকার ধারণ করে। বিভিন্ন এলাকায় জারি হয়েছে কার্ফিউ। মৃতদের এখনও পরিচয় জানা যায়নি। বানেশ্বর, তিনকুনে এবং রাষ্ট্রপতির দপ্তর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান চত্বরে কাঠমান্ডু জেলা প্রশাসন আজ রাত ১০ টা পর্যন্ত কার্ফিউ জারি করেছে।

কনটেন্টের ওপর নিয়ন্ত্রণ, ঘৃণ্য মন্তব্য বন্ধ করা সহ নানা ক্ষেত্রে বারংবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও নিবন্ধীকরণ প্রক্রিয়ায় ব্যর্থ হওয়ায় নেপাল সরকার গত চৌঠা সেপ্টেম্বর থেকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং এক্সের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে। এই বিক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবাদ। একমাত্র চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক-এ এই সংসদভবন অভিযানের ডাক দেওয়া হয়। তারপরই তরুণ প্রজন্মের পক্ষ থেকে বিপুল সাড়া মিলেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।