নেপালের অন্তর্বর্তী সরকারের নেতা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গতকাল প্রথমবারের জন্য জাতির উদ্দেশে ভাষন দিয়েছেন। প্রধানমন্ত্রী কার্কি বলেন, জেন জি-র প্রতিবাদ বিক্ষোভের পর গঠিত সরকার, সুপ্রশাসন এবং দ্রুত জন পরিষেবা প্রদান করতে বদ্ধ পরিকর। এজন্য সব সরকারী কর্মীদের উইদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। শ্রীমতি কার্কি বলেন, সরকারের প্রধান কাজ হলো আগামী বছরের ৫-ই মার্চ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। চলতি অর্থবছরে আর্থিক ব্যয় কমায়ে ছোট খাটো কিছু প্রকল্প বাতিল করা হচ্ছে। আন্দোলন চলাকালীন নষ্ট হয়ে যাওয়া পরিকাঠামো ফের গড়ে তুলতে পুনর্গঠন তহবিল গড়ে তোলা হয়েছে। জনগনের অভিযোগ সরাসরি শোনার জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সহ সমস্ত সরকারী দপ্তরে খোলা হয়েছে হটলাইন। জেন জি-র চিন্তাভাবনার সঙ্গে তাল মিলিয়ে সরকারকে সাফল্যের সঙ্গে কাজ করতে দেওয়ার জন্য তিনি সব পক্ষকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন।