January 23, 2026 9:41 PM

printer

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯-তম জন্মজয়ন্তী আজ নানা অনুষ্ঠানে উদযাপিত হচ্ছে

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কলকাতায় ময়দানে নেতাজীর মূর্তির পাদদেশে রাজ্যের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজী সম্পর্কে জানতে সংশ্লিষ্ট সব ফাইল প্রকাশ্যে আনার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। নেতাজীকে বিশ্বের আসনে এক আবেগ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪৫ সালের পর তার অন্তর্ধান রহস্যের আজও কিনারা হয়নি।

উল্লেখ্য, কেন্দ্র ২০১৬ সালের ২৩-শে জানুয়ারী থেকে তার সম্পর্কে ১-শোটি ফাইল পর্যায়ক্রমে প্রকাশ্যে এনেছে।

রাজ্য সচিবালয় নবান্নেও নেতাজীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এলগিন রোডে নেতাজীর রিসার্চ ব্যুরো তাঁর বাসভবনে দিনরাত নানা অনুষ্ঠানের আয়োজন করে।

বিজেপির তরফে আজ ভবানীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বামফ্রন্টের তরফে ধর্মতলা থেকে মিছিলের আয়োজন করা হয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকেও নেতাজির জন্মদিনে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

কলকাতার পুরভবনে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

 

উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অঙ্গ হিসেবে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অপারেশন সিন্দুর ও স্বদেশী আন্দোলন বিষয়কে কেন্দ্র করে প্রদর্শিত হয়, পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল। শতাধিক ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করে।

নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে আজ ৫ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাচানতলায় নেতাজী মূর্তির পাদদেশ থেকে এই দৌড় শুরু হয়। ৪০ জন মহিলা সহ ১২২ জন এতে অংশ নেন। পুরুষদের মধ্যে বেহালার উজ্জ্বল সরকার এবং মহিলাদের মধ্যে পুরুলিয়ার পুষ্পরানী মাহাতো প্রথম স্হান অধিকার করেন।

দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ার সুভাষ গ্রামেও নেতাজীর পৈত্রিক বাসস্থান – নৃত্য, নাটক, পুতুলনাচ, ক্যুইজ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোদালিয়ায় নেতাজীর পৈত্রিক ভিটে নিয়ে সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এক তথ্য চিত্র প্রদর্শিত হয় ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।