নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষ্যে আগামীকাল ( 23.01.26) কলকাতা মেট্রোর ব্লু লাইন ও ইয়েলো লাইনে স্পেশাল পরিষেবা দেওয়া হবে। ব্লু লাইনে ওই দিন ২৭২ এর পরিবর্তে ১১৮ টি আপ ও ১১৮ টি ডাউন সহ মোট ২৩৬ টি এবং নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপে দুটি পরিষেবা দেওয়া হবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম পরিষেবা সকাল ৬ টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৬ টা ৫৪ মিনিটে করা হচ্ছে। প্রথম পরিষেবায় অন্যান্য সময় সূচি অপরিবর্তিত থাকবে। শেষ পরিষেবায় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পরিষেবা রাত ৯ টা ৩৫ মিনিটের পরিবর্তে রাত ৯ টা ৩৩ মিনিট, শহীদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া রাত ৯ টা ৪৪ মিনিটের পরিবর্তে রাত ৯ টা ৪৩ মিনিটে পাওয়া যাবে।
ইয়েলো লাইনে ওই দিন ১২০ টির পরিবর্তে ৪৬ টি আপ ও ৪৬ টি ডাউন সহ মোট ৯২ টি পরিষেবা দেওয়া হবে। প্রথম পরিষেবার সময় সূচি অপরিবর্তিত থাকলেও শেষ পরিষেবায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর রাত ৯ টা র পরিবর্তে রাত ৮ টা ৫৮ মিনিট, জয়হীন্দ বিমান বন্দর থেকে নোয়াপাড়া রাত ৯ টা ২০ মিনিটের পরিবর্তে রাত ৯ টা ১৮ মিনিটে করা হচ্ছে। পার্পেল ও অরেঞ্জ লাইনের পরিষেবা অন্যান্য দিনের মত স্বাভাবিক থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর।
Site Admin | January 22, 2026 8:58 AM
নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষ্যে আগামীকাল কলকাতা মেট্রোর ব্লু লাইন ও ইয়েলো লাইনে স্পেশাল পরিষেবা দেওয়া হবে।