মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 18, 2025 12:28 PM

printer

নীরজ চোপড়া ডায়মন্ড লিগ ২০২৫-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া  ডায়মন্ড লিগ ২০২৫-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন, যা চলতি মাসের ২৭ এবং ২৮ তারিখে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হতে চলেছে।

সাম্প্রতিক সাইলেসিয়া পর্বে না খেলেও, এই মরশুমের আগে থেকেই তার পারফর্মেন্স যোগ্যতা নিশ্চিত করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল।  গত শনিবার সাইলেসিয়া পর্বের পর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, মাত্র দুটি খেলায় ১৫ পয়েন্ট নিয়ে, তিনি পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে শীর্ষ প্রতিযোগীদের তালিকায় যোগ দিয়েছেন।

নীরজ চোপড়া প্যারিসে ৮৮ দশমিক ১৬ মিটার থ্রো করে জয়লাভ করেন এবং দোহায় ৯০ দশমিক ২৩ মিটারের একটি নতুন জাতীয় রেকর্ড গড়েন এবং জার্মানির জুলিয়ান ওয়েবারের পরেই দ্বিতীয় স্থান অর্জন করেন। চোপড়া এবং ওয়েবার উভয়েরই বর্তমানে ১৫ পয়েন্ট রয়েছে। শীর্ষে রয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট , তিনটি ইভেন্টে তার  পয়েন্ট ১৭।

উল্লেখ্য,  এর আগে  তিনি ২০২২ সালে ডায়মন্ড লিগের শিরোপা জিতেছিলেন এবং ২০২৩ এবং ২০২৪ সালে রানার-আপ হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।