মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 26, 2024 9:13 PM

printer

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী নতুন দিল্লী গেছেন।

তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নতুন দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তাঁদের তিনি NDA সরকারের বৈষমের বিরুদ্ধে এবং ঐক্যবদ্ধভাবে নিপীড়িত ও বঞ্চিতদের জন্য লড়াই চালিয়ে যেতে বলেছেন বলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাজেট পেশ করার আগেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিরোধী I-N-D-I-A জোটের সদস্যরা একজোট হয়ে ওই বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিলে তিনি অন্যকিছু ভাবতেন।

   এর আগে দিল্লি রওনা দেবার সময় কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এবারের বাজেটে বাংলা সহ বিজেপি বিরোধী রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চনা ও রাজ্যকে ভেঙে দেবার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। তাঁর আরো অভিযোগ, বাংলার পাশাপাশি দেশকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে কেন্দ্রের সরকার। বিজেপির নেতা-মন্ত্রীদের বক্তব্যেই তা স্পষ্ট।

বাজেটে বঞ্চনার প্রতিবাদে বিজেপি বিরোধী সাত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই নীতি আয়গের বৈঠক বয়কট করার কথা জানিয়েছেন।

অরবিন্দ কেজরি ওয়ালের স্ত্রীর সঙ্গে দেখা করেন।