নীতি আয়োগ আজ ‘মেগা টিঙ্কারিং ডে’ আয়োজন করে। এই উপলক্ষে ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০ হাজারেরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়। ৯ হাজারেরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব-সজ্জিত স্কুলের সাড়ে চার লক্ষেরও বেশি শিক্ষার্থী ভার্চুয়ালি এতে অংশগ্রহণ করে। উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলির প্রত্যন্ত গ্রামগুলির স্কুলগুলি এই অনুষ্ঠানে যোগদান করে। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে ভবিষ্যৎ ভারত গঠনে সৃজনশীল ক্ষমতাকে উৎসাহ দিতেই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
Site Admin | August 12, 2025 5:37 PM
নীতি আয়োগ আজ ‘মেগা টিঙ্কারিং ডে’ আয়োজন করে
