নীতি আয়োগ আজ ভারতে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করেছে। এর মূল লক্ষ্য হল ভারতের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সামনের সারিতে নিয়ে যাওয়া। এই রিপোর্টে মোট ২২টি নীতিগত সুপারিশ, ৭৬টি কর্মপন্থা, ১২৫টি সাফল্যের সূচক এবং ৩০টি ভারতীয় ও আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরা হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনায় কাজে লাগানো হচ্ছে।
নীতি আয়োগ জানিয়েছে, ১৬০টিরও বেশি ভারতীয় বিশ্ববিদ্যালয়, প্রায় ৩০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মকর্তা এবং ১৬টি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তৃত পরামর্শ করেই এই সুপারিশ ও কর্মপন্থাগুলি তৈরি হয়েছে।