December 22, 2025 9:54 PM

printer

নীতি আয়োগ আজ ভারতে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করেছে।

নীতি আয়োগ আজ ভারতে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করেছে। এর মূল লক্ষ্য হল ভারতের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সামনের সারিতে নিয়ে যাওয়া। এই রিপোর্টে মোট ২২টি নীতিগত সুপারিশ৭৬টি কর্মপন্থা১২৫টি সাফল্যের সূচক এবং ৩০টি ভারতীয় ও আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরা হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনায় কাজে লাগানো হচ্ছে

নীতি আয়োগ জানিয়েছে১৬০টিরও বেশি ভারতীয় বিশ্ববিদ্যালয়প্রায় ৩০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেন্দ্র ও রাজ্য সরকারের কর্মকর্তা এবং ১৬টি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তৃত পরামর্শ করেই এই সুপারিশ ও কর্মপন্থাগুলি তৈরি হয়েছে

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।