নীতি আয়োগ আজ নতুনদিল্লিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মিথানল সেমিনার এবং এক্সপোর আয়োজন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিথানল ইনস্টিটিউটের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বজুড়ে মিথানল উত্পাদন, ব্যবহার এবং এসংক্রান্ত প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কিত প্রকল্প, পণ্য এবং গবেষণার অগ্রগতির বিষয়টি তুলে ধরতেই এই উদ্যোগ। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে শক্তির রূপান্তর এবং পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে মিথানলের ভূমিকা। নতুনদিল্লিতে এসংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে সারস্বত বলেন, মিথানল একটি জ্বালানী, যার বিবিধ ব্যবহার রয়েছে। এটি স্বচ্ছ এবং জীবাশ্ম জ্বালানির চেয়ে অনেক বেশি সুলভ।
Site Admin | October 17, 2024 10:05 AM
নীতি আয়োগ আজ নতুনদিল্লীতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মিথানল সেমিনার এবং এক্সপোর আয়োজন করেছে।
