December 13, 2025 12:24 PM

printer

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল শিক্ষা দফতর।

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল শিক্ষা দফতর। স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের মামলায়, সুপ্রিমকোর্টের বেঁধে দেওয়া সময় ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। সেজন্যই, শীর্ষ আদালতে এই আবেদন জানিয়েছে শিক্ষা দফতর।

নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে আরো কয়েক মাস সময় লাগবে। সেজন্য, অন্তত ২০২৬ সালের সেপ্টেম্বর অথবা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানো হোক।

উল্লেখ্য, সুপ্রিমকোর্ট গত ৩ এপ্রিল ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি শিক্ষা দফতরকে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।