November 12, 2025 12:43 PM

printer

নিয়োগ প্রক্রিয়ায় কিছু ভুল ত্রুটি থাকা আর দূর্নীতি এক জিনিস নয় – দাবি করলেন রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত

নিয়োগ প্রক্রিয়ায় কিছু ভুল ত্রুটি থাকা আর দূর্নীতি এক জিনিস নয়। মামলাকারীরা বার বার ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও দূর্নীতির যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা বলে এই সংক্রান্ত মামলার শুনানিতে দাবি করলেন রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত।

মামলাকারীদের উত্থাপন করা একাধিক প্রশ্নের সুত্রে  রাজ্যের কাছে তার উত্তর জানতে চেয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। সেখানেই রাজ্যের এডভোকেট জেনারেল বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় ভুলত্রুটি বা সামান্য  গলদ থাকা আর দূর্নীতি এক জিনিস নয়।”

৪৩ হাজারের বেশি নিযুক্ত শিক্ষকের মধ্যে মোট ৯৪ জন প্রার্থী  যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, আদালতের নির্দেশ মত  তাদের চাকরি বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ।সেটাকে অস্ত্র বানিয়ে দূর্নীতির অভিযোগ করা হচ্ছে।এর সাথে ৩২ হাজার  কর্মরত শিক্ষকের  কোন যোগ নেই।
এডভোকেট জেনারেলের আরো যুক্তি, “এতো দূর্নীতি দূর্নীতি করা হল, সিবিআই তদন্তে দেখা যাচ্ছে দূর্নীতির অভিযোগে তদন্তে ৩৬০ জনকে তারা খুঁজে পেয়েছে যাদের প্রশিক্ষণ নেই।”

আগামীকাল প্রাথমিক শিক্ষা পর্ষদও তাদের বক্তব্য জানাবে। এবং সম্ভবত এই মামলার আগামীকালই অন্তিম শুনানি হতে চলেছে। দীর্ঘ কয়েকমাস ধরে টানা শুনানি চলছে এই মামলার। আগামীকাল হয়তো সেই শুনানি পর্ব শেষ হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।