July 17, 2025 9:14 PM

printer

নিষিদ্ধ ঘোষিত উলফা (আই) জঙ্গি গোষ্ঠীর পুঁতে রাখা একটি আইইডি উদ্ধারের ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা NIA  আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

নিষিদ্ধ ঘোষিত উলফা (আই) জঙ্গি গোষ্ঠীর পুঁতে রাখা একটি আইইডি উদ্ধারের ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা NIA  আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এনআইএ জানিয়েছে যে গুয়াহাটির দিসপুর লাস্ট গেটের কাছে এই আইইডি পাওয়া যায়। এটি গত বছর স্বাধীনতা দিবসে অসমে একাধিক বিস্ফোরণ ঘটানোর বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ছিল।

এনআইএ জানিয়েছে, অভিযুক্তরা উলফা (আই) এর সন্ত্রাস সৃষ্টি এবং দেশের সার্বভৌমত্ব, সুরক্ষা এবং অখণ্ডতার জন্য বিপদজনক পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। এই মামলায় এইনিয়ে  মোট তিনজনকে গ্রেফতার করা হল।