September 3, 2024 10:04 PM

printer

নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে তার পরিবারের সদস্যরা আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দেবেন বলে তার বাবা মা জানিয়েছেন।

নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে তার পরিবারের সদস্যরা আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দেবেন বলে তার বাবা মা জানিয়েছেন। আজ সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেন, তদন্ত সফল হবে, তাদের মেয়ে ন্যায়বিচার পাবে এটাই তারা আশা করছেন।

লালবাজারে পৌঁছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দাবিপত্র পেশ করতে পারা ডাক্তারদের নৈতিক জয় বলে  নির্যাতিতার বাবা  উল্লেখ করেছেন।

 কর্মক্ষেত্রে মহিলাদের ১২ ঘন্টার বেশি ডিউটি না দেওয়ার যে সুপারিশ রাজ্য সরকার করেছে, তার সমালোচনা করে নির্যাতিতার মা বলেন, এতে মেয়েদের অসম্মান করা হচ্ছে ও বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে। কর্মক্ষেত্রে মহিলা পুরুষ উভয়েরই নিরাপত্তা সরকারকে সুনিশ্চিত করতে হবে বলে তিনি জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।