নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, কোন ব্যক্তি অন লাইনে কোন কেন্দ্র থেকে নাম বাদ দেওয়া যেতে পারে না। কর্ণাটকের আলান্দে ভোটারদের নাম ভুল করে বাদ দেওয়া সংক্রান্ত খবরের সত্যতা খারিজ করে দিয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩-এ এই ধরনের কিছু চেষ্টা চালানোর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কমিশন স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে কোন কেন্দ্রের ভোটদাতা সেখান থেকে নাম বাদ দেওয়ার জন্য অন লাইনে ৭ নম্বর ফর্মে আবেদন করতে পারেন। কিন্তু তার অর্থ এই নয়, তার নাম ভোটার তালিকা থেকে অনায়াসে বাদ পড়ে যাবে। ১৯৬০-এর ভোটদাতা নিবন্ধীকরণের নিয়ম অনুযায়ী কাউকে যথাযথ নোটিশ ও বক্তব্য পেশের সুযোগ না দিয়ে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যায় না।
আলান্দের প্রসঙ্গ উল্লেখ করে কমিশনের পক্ষে জানানো হয়েছে, সেখানে ৭ নম্বর ফর্মে ৬ হাজার ১৮-টি আবেদন অনলাইনে জমা দেওয়া হয়েছিল। যাচাই-এর পর মাত্র ২৪-টি আবেদনপত্র বৈধ বলে বিবেচিত হয় এবং সেগুলি গৃহীত হয়েছে। বাকি ৫ হাজার ৯৯৪-টি আবেদনপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় এসংক্রান্ত তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং সেখানকার ইআরও, এফআইআর দায়ের করেন।