মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 25, 2025 11:17 AM

printer

নির্বাচন কমিশন, বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রচার অভিযানে কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে

নির্বাচন কমিশন, বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রচার অভিযানে কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী ও প্রচারকারীদের কৃত্রিমভাবে তৈরী অথবা এআই(AI)-নির্ভর ছবি এবং অডিও-ভিডিও ক্লিপিং ব্যবহারের উদ্দেশ্য সঠিকভাবে প্রকাশ করতে বলেছে। AI জেনারেটেড, ডিজিট্যাল নির্ভর অথবা সিন্থেটিক কনটেন্টভিত্তিক প্রচারের ক্ষেত্রে যাতে অন্ততঃ ১০ শতাংশ দৃশ্যমান ডিসপ্লে এলাকা থাকে, তা’ সুনিশ্চিত করতে বলা হয়েছে। অডিও ক্ষেত্রে মোট প্রচার সীমার প্রথম ১০ শতাংশ এক্ষেত্রে গণ্য করতে হবে। এছাড়াও, এই ধরণের প্রচারের ক্ষেত্রে AI বা সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলির নাম’ও বিস্তারিতভাবে প্রকাশ করতে বলা হয়েছে। বেআইনী কোনো বিষয়, কোন ব্যক্তির অনুমতি ছাড়াই তাঁর পরিচয় অথবা কন্ঠ ব্যবহার করা এবং ভোটারদের বিভ্রান্ত করে, এমন কোনো বিষয়বস্তুও যাতে প্রচারের সময় ব্যবহার করা না হয়, তাও কমিশন সুনিশ্চিত করতে বলেছে।

নির্বাচন কমিশন, প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে এধরণের প্রচারের সময়সীমা তিন ঘন্টায় বেঁধে দিয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।