মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 17, 2025 9:55 PM

printer

নির্বাচন কমিশন বলেছে,  সব দলই তাদের কাছে সমান

নির্বাচন কমিশন বলেছে,  সব দলই তাদের কাছে সমান, কারণ কমিশন কোন রাজনৈতিক দলের মধ্যেই বৈষম্য করেনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ নতুন দিল্লীতে সাংবাদিকদের বলেন, কমিশন কখনোই তার সাংবিধানিক দায়িত্ব পালনে পিছপা হয়নি,হবেওনা।

মুখ্য নির্বাচন কমিশনার এও বলেছেন,  কমিশন সব ধর্মের, সব শ্রেণীর ভোট দাতাদের পাশে রয়েছে এবং থাকবে। ধনী, দরিদ্র, বয়স্ক, যুবা বা মহিলা – কারোর প্রতিই কোন রকম বৈষম্য করা হবেনা।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী SIR প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, সব রাজনৈতিক দল ই ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনে কিছু পরিমার্জন চেয়েছিল , তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হয়েছে এবং একটি খসড়া ভোটার তালিকাও তৈরি করা হয়েছে।নির্ধারিত সময়ে মধ্যে ওই খসড়া ভোটার তালিকায় ভুল সংশোধনের জন্যে সব রাজনৈতিক দল এবং ভোটদাতারা তাদের অভাব অভিযোগ জানাচ্ছে।  বিহারের  ৭ কোটি ভোট দাতা যেখানে এই বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী SIR এর পক্ষে রয়েছে, সে ক্ষেত্রে এর বিশ্বাস যোগ্যতা  প্রশ্নাতিত বলেও উল্লেখ করেন  মুখ্য নির্বাচন কমিশনার।

পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যেও ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধনী’-SIR হবে এবং সঠিক সময়ে তার দিনক্ষণ ঘোষণা করে হবে বলে মুখ্য  নির্বাচন কমিশনার জানিয়েছেন।

আজকের সাংবাদিক বৈঠকে  দুই নির্বাচন কমিশনার ডঃ  সুখবীর সিং  সান্ধু এবং ডঃ  বিবেক যোশী উপস্থিত ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।