মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 14, 2025 9:37 PM

printer

নির্বাচন কমিশন বলেছে, বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্যে বৈদ্যুতিন ভোট যন্ত্র EVM ও ভোটার Verifiable Paper Audit Trail VVPAT এর প্রথম র‍্যান্ডমাইজেশন -এর  প্রক্রিয়া  বা র‍্যান্ডম পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার কাজ  সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশন বলেছে, বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্যে বৈদ্যুতিন ভোট যন্ত্র EVM ও ভোটার Verifiable Paper Audit Trail VVPAT এর প্রথম র‍্যান্ডমাইজেশন -এর  প্রক্রিয়া  বা র‍্যান্ডম পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার কাজ  সম্পন্ন হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে,  বিহারের নির্বাচিত ২০টি জেলার  নির্বাচন আধিকারিকরা, গতকাল (অর্থাৎ  ১৩ অক্টোবর, ) প্রথম স্তরে চেকিং  করা হয়েছে এমন মেশিনগুলির র‍্যান্ডমাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করেন।  জাতীয় ও রাজ্য স্তরের  স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে,জেলা নির্বাচন আধিকারিকদের   ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন  হয়।

র‍্যান্ডমাইজেশন শেষে প্রতিটি জেলার সদর দপ্তরে জাতীয় ও রাজ্য স্তরের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তালিকা ভাগ করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই ইভিএম ও ভিভিপ্যাট মেশিন এখন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমে  সংরক্ষণ করা হবে।

 উল্লেখ্য, দ্বিতীয় দফায় ২০ টি  জেলার ১২২ টি আসনে ভোট নেওয়া হবে।