December 7, 2025 5:13 PM

printer

নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (S.I.R.) এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে ভোটারদের মধ্যে ৫০ কোটি ৯৪ লক্ষেরও বেশি গণনা বা এনুমারেসন ফর্ম বিতরণ করা হয়েছে

নির্বাচন কমিশন  জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (S.I.R.) এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে ভোটারদের মধ্যে ৫০ কোটি ৯৪ লক্ষেরও  বেশি গণনা বা এনুমারেসন ফর্ম বিতরণ করা হয়েছে। এই পর্যায়ে প্রায় ৫১ কোটি ভোটারের মধ্যে ৯৯.৯৪ শতাংশকে অন্তর্ভুক্ত করা হবে। কমিশন জানিয়েছে যে এখন পর্যন্ত ৫০ কোটিরও বেশি ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে। গত মাসের ৪ তারিখে ৯টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটার তালিকার S.I.R. এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, , পুদুচেরি, লাক্ষদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে ভোটার তালিকার এই সংশোধন শেষ হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।