January 16, 2026 11:04 AM

printer

নির্বাচন কমিশন, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান, পুদুচেরী এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-SIR-এর চলতি প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়ে ১৯শে জানুয়ারী পর্যন্ত করেছে।

নির্বাচন কমিশন, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান, পুদুচেরী এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-SIR-এর চলতি প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়ে ১৯শে জানুয়ারী পর্যন্ত করেছে। এর ফলে ভোটাররা এমাসের ১৯ তারিখ পর্যন্ত তাদের দাবী এবং আপত্তি নথিভুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো একটি চিঠিতে নির্বাচন কমিশন বলেছে, CEO-দের অনুরোধ এবং অন্যান্য বিষয় বিবেচনার প্রেক্ষিতে মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত। নির্বাচন কমিশন, CEO-দের এই বিষ্যটি ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে।