মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 11, 2025 5:08 PM

printer

নির্বাচন কমিশন, এবার পর্দানশীন বা বোরখা পরিহিতা ভোটাদাতাদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশন, এবার পর্দানশীন বা বোরখা পরিহিতা ভোটাদাতাদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের ভোটদাতাদের সঠিকভাবে সনাক্তকরণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে বাধ্যতামূলকভাবে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর থাকবেন বলে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে। এই মর্মে কমিশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেই এই সনাক্তকরণের কাজ হবে। পর্দানশীন মহিলারা যাতে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্য শুধুমাত্র মহিলা ভোট কর্মীরাই তাদের পরিচয় পরীক্ষা করে দেখবেন।

এছাড়ে কমিশন সূত্রে জানা গেছে, ভোটার আইডি কার্ড ছাড়াও মোট  ১২টি বিকল্প পরিচয়পত্র ব্যবহার করে ভোট দেওয়া যাবে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের ৮টি বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।