মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 12, 2025 9:53 PM

printer

নির্বাচন কমিশন আজ বলেছে বিহারের প্রায় সমস্ত ভোটারের সঙ্গে তারা সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছে।

নির্বাচন কমিশন আজ বলেছে বিহারের প্রায় সমস্ত ভোটারের সঙ্গে তারা সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছে। রাজ্যের ভোটারদের ৮০.১১  শতাংশ ইতোমধ্যেই Enumeration Form  জমা দিয়েছেন। আগামী ২৫ শে জুলাই এর নির্ধারিত সময়ের মধ্যেই এই ফর্ম সংগ্রহের কাজ শেষ হবে বলে তারা জানিয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ভোটারদের প্রয়োজনীয় পরিচয়পত্র সহ ই.এফ ফর্ম জমা দিতে হবে। আগামী পয়লা আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কোন ভোটার তাঁদের পরিচয় সংক্রান্ত নথির জন্য আরো সময় চাইলে তাঁরা পৃথকভাবে ৩০ শে আগস্ট এর মধ্যে এগুলি কমিশনের কাছে জমা দিতে পারবেন। কমিশন জানিয়েছে বুথ স্তরের অফিসাররা ইতিমধ্যেই আজ সন্ধ্যা পর্যন্ত ৪ কোটি ৬৬ লক্ষ মানুষের ডিজিটাল ইনিউমারেশন ফম কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছেন।

এদিকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বিহারের ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের অবস্থানের সমালোচনা করেছেন। পাটনায় আজ সাংবাদিকদের তিনি বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেভাবে সরাসরি নির্বাচন কমিশন কে আক্রমণ করছেন তা গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন