নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, এসআইআরের কাজ নির্দিষ্ট নিয়ম মেনেই হচ্ছে। আজ বর্ধমানে জেলাশাসকের দপ্তরে বৈঠকের পর তিনি জানান, রাজনৈতিক দলগুলির সংগে তাঁর আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিটি constituency-তে যে ইআরওরা আছেন, তাদের সঙ্গেও বিশদে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন দু এক দিনের মধ্যে এনুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ অনেকটাই হয়ে যাবে। পাশাপাশি তিনি জানান, অসংগৃহীত ফর্ম ফেলে রাখা যাবে না, দ্রুত তা সিস্টেমে রেজিস্টার করাতে হবে, অথবা সেটা আন মার্ক হয়ে যাবে। তিনি জানান, কোনো বাংলাদেশী বা অন্য কোন দেশের নাগরিকের নাম যদি ভোটার তালিকায় থাকে, তাহলে তা তদন্ত করে দেখা হবে এবং নাম বাদ দেওয়া হবে।
Site Admin | December 3, 2025 9:47 PM
নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, এসআইআরের কাজ নির্দিষ্ট নিয়ম মেনেই হচ্ছে।