নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচীর প্রস্তুতি চলছে। এই সংশোধনী প্রক্রিয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সম্পূর্ণ প্রস্তুত বলে আজ নির্বাচন কমিশনকে পাঠানো এক রিপোর্টে জানানো হয়েছে। কোনও বুথেই এবার থেকে ১২০০-র বেশি ভোটার রাখা যাবে না বলে কমিশন নির্দেশ দিয়েছিল। সেইমতো রাজ্যে বুথের সংখ্যা ৮০ হাজার থেকে বাড়িতে ৯৪ হাজারের কিছু বেশি করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে। নতুন বুথগুলির তালিকা ইতিমধ্যেই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আগামী দশ দিনের মধ্যেই বর্ধিত এই বুথ সংখ্যা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের ভিত্তিতে তৈরি রিপোর্ট পর্যালোচনা করেই কমিশন এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানা গেছে।
এদিকে, এস আই আর নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন রাজ্যের তেইশটি জেলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০টি জেলার বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা জেলার তালিকা এখনও প্রকাশ করা হয়নি।