নির্বাচন কমিশন,পশ্চিমবঙ্গে শীর্ষ স্তরের দুই নির্বাচনী আধিকারিককে নিয়োগ করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে S. Arun Prasad, এবং যুগ্ম মুখ্য নির্বাচনী পদে Harishankar Panicker -কে নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
পাশাপাশি উপ মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য নির্বাচনের কাজে অভিজ্ঞ এমন তিন আধিকারিকের প্যানেল পাঠাতে বলা হয়েছে । চিঠির প্রতিলিপি রাজ্যের মুখ্য সচিবকেও পাঠানো হয়েছে বলেও কমিশন সূত্রের খবর।