নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। আইএমডি জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১ জুনের পরিবর্তে ২৭শে মে কেরালা উপকূলে পৌঁছাতে পারে, যা স্বাভাবিকের থেকে পাঁচ দিন আগে। নির্ধারিত সময়ের আগে বর্ষার আগমনে খরিফ শস্যের মরশুমে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য গত বছরের মত এই বছরেও আইএমডি স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষার পূর্বাভাস দিয়েছে।
মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে আশা করা হলেও জম্মু ও কাশ্মীর, লাদাখ, তামিলনাড়ু, বিহার এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।