নির্দিষ্ট বিভাগে নিয়োগের ক্ষেত্রে, সংশ্লিষ্ট বিভাগের উপযোগী শিক্ষা ও পেশাদার প্রতিষ্ঠানগুলিতে কেন্দ্রীয় লোক সেবা আয়োগ UPSC সরাসরি মেলের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি পাঠাবে বলে জানিয়েছে। যেসমস্ত প্রতিষ্ঠান এই সুবিধা পেতে ইচ্ছুক, তাদের ra-upsc@gov.in মেল অ্যাড্রেসে “Subscription Request – UPSC Recruitment Alerts” এই বিষয়ের অধীনে মেল লিখে পাঠাতে হবে।
UPSC চেয়ারম্যান ডঃ অজয় কুমার বলেছেন, এর ফলে নিয়োগের বিজ্ঞপ্তির খবর যথাযথ সময়ে না পাওয়ার সমস্যা কিছুটা হলেও মিটবে।