মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 5, 2025 1:57 PM

printer

নিরাপত্তা দেওয়ার নামে বিধাননগর পূর্ব থানা পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মুর্শিদাবাদের জাফরাবাদে ওয়াকফ বিরোধী হিংসায় নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার।

নিরাপত্তা দেওয়ার নামে বিধাননগর পূর্ব থানা পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মুর্শিদাবাদের জাফরাবাদে ওয়াকফ বিরোধী হিংসায় নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়ে ফের আগামীকাল আদালতে বিষয়টি উল্লেখ করার নির্দেশ দিয়েছেন। তারপরই বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন, তিনি আদৌ এই মামলা শুনবেন কিনা।
উল্লেখ্য, নিহতদের পরিবারের সদস্যদের গত শনিবার রাতের অন্ধকারে পুলিশ বিধাননগরে তাদের আস্তানা থেকে দরজা ভেঙে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশের দাবি, তাদের অপহরণ করে সেখানে রাখা হয়েছিল। যদিও ঐ পরিবারের দাবি, তারা স্বেচ্ছায় সেখানে ছিলেন। পুলিশের অপহরণের তত্ত্ব তারা খারিজ করে দিয়েছেন।