নিরস্ত্রীকরণ, অস্ত্র প্রসার রোধ, রপ্তানী নিয়ন্ত্রণের বিষয়ে ভারত-অস্ট্রেলিয়া সপ্তম দফার বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ, পরমাণু, রাসায়নিক জৈব নিরস্ত্রীকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিরাচরিত অস্ত্র সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে। ভারত-অস্ট্রেলিয়া সর্বাত্মক সামরিক অংশীদারিত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব মুয়ানপুই সাইআউরি এবং অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দপ্তরের পক্ষে ভানিসা উড বৈঠকে প্রতিনিধিত্ব করেন।