নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় জারি রয়েছে লাল সতর্কতা।
এছাড়া পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গভীর সমুদ্রে মৎস্য শিকারের ক্ষেত্রে জারি করা হয়েছে লাল সর্তকতা। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা সহ বিভিন্ন ঘাটে ভিড় করে রয়েছে মৎস্যজীবী ট্রলারগুলি।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রী সেলসিয়াস , স্বাভাবিকের চেয়ে যা চার ডিগ্রী কম।