মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 10, 2025 7:05 PM

printer

নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকার যাত্রীসাথী অ্যাপে Where is my bus নামে একটি বিশেষ পরিষেবা চালু করেছে।

নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকার যাত্রীসাথী অ্যাপে Where is my bus নামে একটি বিশেষ পরিষেবা চালু করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ রাজ্য পরিবহন নিগমের সল্টলেক ডিপোতে এক অনুষ্ঠানে এই পরিষেবার সূচনা করেন। এর মাধ্যমে যাত্রীরা বাস কোথায় আছে এবং কতক্ষণে তা স্টপেজে পৌঁছবে, সেই বিষয়ে জানতে পারবেন। অনলাইনে মেটানো যাবে বাসের ভাড়াও। পাশাপাশি যাত্রী নিরাপত্তায় বেসরকারি বাস চালানোর ওপরেও নজরদারি এই অ্যাপের মাধ্যমে করা যাবে বলে মন্ত্রী জানান। আপাতত ১৬ টি রুটের ৬০ টি বাস এই পরিষেবায় যুক্ত হচ্ছে।

রাজ্য সরকার ৯০০-রও বেশি ড্রাইভার ও কনডাক্টর নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে বলে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান। নিয়োগ সম্পন্ন হলে কয়েকশো নতুন সরকারি বাস রাস্তায় নামবে।