মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 27, 2024 9:42 PM

printer

নিট UG পরীক্ষায় অনিয়মের অভিযোগে CBI এই প্রথম আজ পাটনা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।

NEET UG পরীক্ষায় অনিয়মের অভিযোগে CBI এই প্রথম আজ দুজনকে গ্রেপ্তার করেছে। বিহারের পাটনা থেকে মনীশ প্রকাশ এবং আশুতোষ নামে এই দু’জনকে ধরা হয়। এই দুজন, টাকা দিয়ে প্রশ্ন কেনা পরীক্ষার্থীদের নিরাপদে থাকা এবং প্রস্তুতিতে সাহায্য করতো।

দুজনকেই আজ আদালতে পেশ করা হয়।

 উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় CBI তদন্তভার হাতে নিয়েছে। সোমবার তারা বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখায় গিয়ে তদন্তের কাজ শুরু করে।

 এদিকে, সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষায় ব্যবহৃত OMR শিটে নম্বরের ওঠাপড়ার বিষয়টি নিয়ে NTA-র জবাব তলব করেছে।  

৮’ই জুলাই পরবর্তী শুনানির আগে NTA-কে জবাব দিতে হবে বলে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি ভাট্টির অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে।