মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 5, 2024 9:50 PM

printer

নিট ইউ জি গোটা পরীক্ষা বাতিল ঘোষণা করার যুক্তিসঙ্গত হবে না বলে কেন্দ্র আজ সুপ্রিম কোর্টে জানিয়েছে

নিট ইউ জি পরীক্ষায় গোপনীয়তার ক্ষেত্রে বড় কোন অনিয়মের তথ্য প্রমাণ মেলেনি এবং সে কারণেই গোটা পরীক্ষা বাতিল ঘোষণা করার যুক্তিসঙ্গত হবে না বলে কেন্দ্র আজ সুপ্রিম কোর্টে জানিয়েছে। কেন্দ্রের তরফ থেকে পেশ করা হলফনামায় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, পাঁচই মে-র পরীক্ষা বাতিল হলে যারা সত্যনিষ্ঠভাবে পরীক্ষায় বসেছিলেন এ ধরনের  লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। ইতিমধ্যেই সিবিআই এই ঘটনার তদন্ত করছে। সমস্ত রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে নেওয়ার ব্যাপারে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে কেন্দ্র জানিয়েছে।

পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে পেশ করা একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র আজ এই হলফনামা পেশ করে। এর আগে অবশ্য সুপ্রিম কোর্ট কাউন্সেলিং এর ওপর স্থগিতাদেশ থেকে অস্বীকার করেছিল। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।