মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 6, 2024 9:08 PM

printer

নিট ইউজি-র কাউন্সেলিং পিছিয়ে যাওয়া নিয়ে যে খবর সম্প্রচারিত হয়েছে, তা ভুল বলে স্বাস্থ্যমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে।

নিট ইউজি-র কাউন্সেলিং পিছিয়ে যাওয়া নিয়ে যে খবর সম্প্রচারিত হয়েছে, তা ভুল বলে স্বাস্থ্যমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে। মন্ত্রক বলেছে, এখনও পর্যন্ত স্নাতকস্তরে ডাক্তারির প্রবেশিকায় কাউন্সেলিং-এর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণাই করা হয়নি। স্বাভাবিকভাবে তা পিছিয়ে যাওয়ারও কোনো প্রশ্ন ওঠেনা। আজ থেকেই এই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল বলে নানা মহলে দাবি করা হয়।

এর আগে, আজ সকালে বিভিন্ন সংবাদমাধ্যমে কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসে।  যদিও সুপ্রিম কোর্ট কাউন্সেলিং প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিতে আগেই অস্বীকার করেছিল।

উল্লেখ্য, নিট পরীক্ষা বাতিল সহ একগুচ্ছ আবেদনের ওপর আগামী সোমবার শীর্ষ আদালতে শুনানি হবে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।