July 14, 2024 6:20 PM

printer

নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত যে মামলাগুলো রাজস্থান হাইকোর্টে বকেয়া পড়ে আছে সেগুলি সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করতে চেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এনটিএ নতুন করে আবেদন করেছে।

নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত যে মামলাগুলো রাজস্থান হাইকোর্টে বকেয়া পড়ে আছে সেগুলি সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করতে চেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এনটিএ নতুন করে আবেদন করেছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চের সামনে আগামীকাল বিষয়টির শুনানি হওয়ার কথা।

গত ২০ শে জুন শীর্ষ আদালত নিট ইউজি নিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টে যে মামলা বকেয়া পড়েছিল সেগুলির ওপর স্থগিতাদেশ জারি করে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।