July 29, 2024 9:32 PM

printer

নিকোলাস মাদুরো তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

নিকোলাস মাদুরো তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ২০৩১ সাল পর্যন্ত  ক্ষমতায় থাকবেন তিনি। সেদেশের জাতীয় নির্বাচন পর্ষদ জানিয়েছে, শাসক ইউনাইটেড সোশালিস্ট পার্টির প্রার্থী মাদুরো পেয়েছেন ৫১ দশমিক ২ শতাংশ ভোট। অন্যদিকে, ৪৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া।

এদিকে, বিরোধী দলগুলি ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। এই ফলাফলকে তারা চ্যালেঞ্জ জানাবেন।

উল্লেখ্য, পেট্রোলিয়াম সমৃদ্ধ এই দেশের অর্থনীতি গত এক দশকে তলানিতে ঠেকেছে। মোট অভ্যন্তরীণ উৎপাদন- জিডিপি ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। এই সময়ে ৭০ লক্ষেরও বেশি মানুষ দেশ ছেড়ে অন্যত্র চলে গেছেন।