January 22, 2026 2:08 PM

printer

নিউজিল্যান্ডের মাউঙ্গানুই পর্বতের পাদদেশে, বে অফ প্লেন্টি অঞ্চলের হলিডে পার্কে, আজ এক বড় আকারের ভূমিধ্বসে শিশুসহ বেশ কিছু মানুষ নিখোঁজ।

নিউজিল্যান্ডের মাউঙ্গানুই পর্বতের পাদদেশে, বে অফ প্লেন্টি অঞ্চলের হলিডে পার্কে, আজ এক বড় আকারের ভূমিধ্বসে শিশুসহ বেশ কিছু মানুষ নিখোঁজ। উদ্ধারকাজ চলছে বলে সেদেশের বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী মার্ক মিচেল জানিয়েছেন। অগ্নি নির্বাপণ ও আপৎকালীন দফতরের কম্যান্ডার উইলিয়াম পাইক বলেছেন, ধ্বংসাবশেষের নীচ থেকে আর্ত মানুষজনের আওয়াজ শোনা গেলেও, কাউকে উদ্ধার করা এখনও অব্দি সম্ভব হয়নি। গতরাত থেকে প্রবল বৃষ্টিতে সেদেশের উত্তর অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলেই এই ধ্বস বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে, সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, স্থানীয় কর্তৃপক্ষকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছেন।