মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 16, 2025 9:25 PM

printer

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আজ বিকেলে পাঁচ দিনের ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আজ বিকেলে পাঁচ দিনের ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসা, প্রচার মাধ্যম এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। বিমানবন্দরে প্রধানমন্ত্রী লুক্সনকে স্বাগত জানান মৎস্য, পশুপালন ও দুগ্ধ প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল।

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত-নিউজিল্যান্ড সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। ক্রিস্টোফার লুক্সন প্রধান অতিথি হিসেবে ১০ম রাইসিনা আলোচনা -২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন এবং মূল বক্তব্য রাখবেন। তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

নিউজিল্যান্ডের  প্রধানমন্ত্রী লুক্সন মুম্বাই যাবেন এবং সেখানে তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে  মতবিনিময় করবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই সফরের লক্ষ্য উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা, সকল ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা।