নিউইয়র্কের রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাইরে বিদেশমন্ত্রী এস জয়শংকর মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিওর সঙ্গে আজ বৈঠক করেন। সরকারী সূত্রে জানানো হয়েছে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ করার লক্ষ্যে এই আলোচনা করা হবে। পাশাপাশি সাম্প্রতিক কালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে মতানৈক্য হয়েছে তা নিরসনের লক্ষ্যে এই বৈঠক গুরুত্বপূর্ন ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। এ বছর এই নিয়ে তৃতীয়বার জয়শংকর ও রুবিও বৈঠক করছেন। ওয়াশিংটনে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে গত ১ লা জুলাই তাঁদের মধ্যে শেষ বৈঠক হয়েছিল। বাণিজ্যে কর আরোপ এবং রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের পর জয়শংকর ও রুবিওর মধ্যে এই প্রথম বৈঠক হচ্ছে। ট্রাম্প সরকারের এইচ ওয়ান বি ভিসা(H-1B)র ওপর ফি আরোপের সিদ্ধান্তের পর এই বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Site Admin | September 22, 2025 5:52 PM
নিউইয়র্কের রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাইরে বিদেশমন্ত্রী এস জয়শংকর মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিওর সঙ্গে আজ বৈঠক করেন।