নাহায় খায় রীতির মধ্যে দিয়ে সারা দেশে আজ চারদিন ব্যাপী ছট মহাপর্বের আজ সূচনা হচ্ছে। কার্তিক মাসের শুক্ল পক্ষে সূর্য দেবের আরাধনার এই উৎসবের মধ্য দিয়ে প্রকৃতি ও স্বচ্ছতাকে পুজো করা হয়ে থাকে। পবিত্র উপবাসের শপথ নিয়ে উৎসবের প্রথম দিন ব্রতীরা পূন্যস্নান করবেন এবং পুজো নিবেদনের পর লাউয়ের তরকারী দিয়ে আরওয়া চালের ভাত খাবেন।
দ্বিতীয় দিনে আগামীকাল খারনা পালিত হবে। পবিত্র খারনা প্রসাদ গ্রহণের পর শুরু হবে ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস।
সোমবার বিভিন্ন নদ নদী ও জলাশয়ে ছট ঘাটে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন ব্রতীরা। মঙ্গলবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসব।
বিহার সহ অন্যান্য রাজ্যে ছট উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেনাকাটা চলছে ফল মূল, মাটির পাত্র এবং অন্যান্য পুজো উপকরন। নদী ঘাট গুলি সাজিয়ে তোলা হয়েছে ফুল ও আলোকমালায়। প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারী। উৎসবে সামিল হতে বিভিন্ন রাজ্য থেকে বিহারের পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন। ছট পুজো উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল বিশেষ ট্রেন চালাচ্ছে। নেওয়া হচ্ছে যাবতীয় বন্দোবস্ত।