July 4, 2025 11:04 AM

printer

নারী ও শিশু বিকাশমন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ ঝড়খন্ডের রাঁচিতে সাবিত্রীবাই ফুলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ উইম্যান অ্যান্ড চাইল্ড ডেভলাপমেন্ট-এর নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করবেন।

নারী ও শিশু বিকাশমন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ ঝড়খন্ডের রাঁচিতে সাবিত্রীবাই ফুলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ উইম্যান অ্যান্ড চাইল্ড ডেভলাপমেন্ট-এর নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করবেন। দেশের পূর্বাঞ্চলে সক্ষমতা তৈরির প্রয়াসের বিকেন্দ্রীকরণে এবং উন্নত পরিষেবা দেওয়ার লক্ষে এই নতুন কেন্দ্র তৈরি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঝাড়খন্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে মিশন শক্তি, মিশন বাৎসল্য, মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ টু পয়েন্ট জিরোর মতো বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্হা থাকছে এই কেন্দ্রে। কেন্দ্রীয় প্রকল্পগুলি তৃণমূলস্তরে রূপায়নের বিষয়টিকে জোরদার করতে স্হানীয় প্রয়োজনের দিকটি বিবেচনা করে রূপরেখা তৈরিতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন এই আঞ্চলিক কেন্দ্রে সামনের সারির কর্মীদের কাজ করার জন্য উন্নত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্হা থাকবে। পাশাপাশি শিশু বিকাশে অ্যাডভান্স ডিপ্লোমা পাঠ্যক্রম পড়ানোর সংস্হান থাকছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।