January 3, 2026 4:39 PM

printer

নারীশিক্ষার প্রসারে ও সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালনকারী সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নারীশিক্ষার প্রসারে ও সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালনকারী সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সাবিত্রীবাই ফুলে দেশের মহিলাদের শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত করে নারী ক্ষমতায়নে এক বিশেষ দিগন্তের সূচনা করেছেন। তিনি দেশের সব সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করে, দেশে প্রথম মহিলাদের স্কুল স্থাপন করেন এবং সমাজ সংস্কারের শিখা প্রজ্জ্বলিত করেন। সাবিত্রীবাই ফুলের অনুপ্রেরণাদায়ক জীবনী, জাতির গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলেও মত ব্যক্ত করেন শ্রী শাহ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।